রুমেলা দাশগুপ্ত




আমাদের কবিতা

কোনো একদিন শব্দকে ভালোবেসে 
আমরা সবাই কবি হয়ে যাব ঠিক, 
জোছনার নামে রাত্রিশপথ রেখে 
সমুদ্রঝড় থামিয়েছে যে নাবিক!
আমরা সবাই পাশাপাশি থাকি বসে,
পাঁজরের হাড় মিশে যায় চুপিচুপি,
হ্যারিকেন তেল দু'হাতের মাঝে মেপে,
আমরা সবাই কালি দিয়ে আঁকি ছবি।
তোমার আমার একই খাতার মলাট,
গল্প ছিল অন্য ইজেলে আঁকা,
শূন্য পাতায় বিন্দুতে ঘর এঁকে,
একটু আধটু রং মেখে পথ হাঁটা।
দু-এক লাইন আবেশের বিলাসিতা,
অন্ধকারেও মিটমিটে আলো জ্বলে,
যেকোনো উপায়ে আগল রাখার ভাষা-
ভেসে যায় ঠিক যমুনার মায়াবলে।
বিরহ আপসে অগোছালো দুটি মন, 
চোখের তারায় আলপথ টানাটানা,
কবিতাপাতায় সমকাল থমকালো,
মেঝেতে লুটিয়ে বিষাদের আলপনা ।।




No comments

Powered by Blogger.