মথ - এর কথা মানে মিথ -এর কথা। রেশমবৃত্তের প্রতিষ্ঠার সুতো ছিঁড়ে উড়ে যাবার স্বপ্ন। রাত্রিবেলা মসজিদ মোড়ে উড়ে বেড়ানো। ডানা মেলা বইয়ের মতন করে বসা। মথ-এর জন্মলগ্ন থেকে বৃষ্টির খুব যোগ আছে। তাই আজও এর কোনও কিছু, কোনও ভাবনা ডানা মেলতে শুরু করলেই মেঘ করে। বৃষ্টি-সম্ভাবনা দেখা যায়। মথ স্বল্পায়ু। তাই প্রতিটি জন্মই তার নতুন জন্ম। ছাপার অক্ষরে সে নয়টা বছর পেড়িয়ে এলেও তার প্রতিটি সংখ্যায় মৃত্যু, জন্ম প্রতিটি সংখ্যায়। নিজের ধ্বংসের ছাই থেকে তার রেজারেকশন হয়। ফিনিক্স পাখির মতো। জিশাশ ক্রাইষ্টের মতো। মথ-এর পাখা বহুবর্ণ -লাঞ্ছিত। তাই সে অনেকরকম উড়ানে বিশ্বাস করে। লয়ং ফ্লাইট। শর্ট ফ্লাইট। অবশ্য দীর্ঘ উড়ানপথের জেটল্যাগ সে নিতে পারে না। মথ তাই মাঝে মাঝে অনিয়মিত হয়। আবার, সেই ধ্বংসের মধ্যে থেকে সে জেগে ওঠে, অগ্ন্যুৎপাতসমেত।
যোগাযোগ ৯৮০০৬৩৮৫২১/ ৯৬৩৫৭৫০৩৪২ / ৮৩৯১৮২৪৯০৭ /৯৮৩২৯৪৪০৪৪ /৭০০১৩৯৩০৪৮
ই মেলঃ mothpoetry@gmail.com

No comments