সুকুমার মণ্ডল


জলজ কবিতা  


১.
উঁচু জমি থেকে গড়িয়ে নামছে
                                          জল
সব জল যেখানে জমেছে, তাকে
আমি পুকুর বলি না। সে-ও
এক জলের আশ্রয়





২.
কবিতাকে ভালোবাসিয়াছ। তাই
তোমার কাছেতে গেছি -
আর কোন কথা নাই
কবিতার থেকে মুখ ফিরে থাকি




৩.
নদী শুধু বয়ে যাও। বয়ে বয়ে যাও, আর
নূপুর বাঁধো না পায়ে। কিছু নয়, দূরে শুধু
হৃদয় পুড়েছে কার




৪.
ঘুম নয়, স্বপ্ন নয়। রাত জেগেছি
অন্যরকম, ঝমঝময়ে
কলেজমোড়ে ঝাপসা হলে
তুমি। চিঠিভর্তি খাম
এখান থেকে কী করে যে
বাড়িয়ে দিই ছাতা, বৃষ্টি তুই থাম




৫.
বর্ষাকাল। নিজের ভেতর গড়িয়ে
নামছে জল
অনেক দূরে বনের মাঝে
দেবদারুটি একা
ঝমঝমিয়ে খুব ভিজে যায়
বিবস্ত্র চুল জল-হাওয়াতে, ওর কথাটি ভাবো

আমার থেকে খুব দূরে নও তুমি
জানলা খুলে শুধু যেন ঝপসা দেখি
মাঝের জমি উঁচু-নিচু, দৃষ্টিআড়াল
আমরা এখন একই ঘরে থাকি




৬.
জলচর। তলদেশ থেকে জলের কথাটি
লিখি:
সে এক শিহরণ, মাটি ছুঁয়ে
শালুক ফুটেছে কত। টুকটুকে লাল

একটি শালুক আজ
কেউ তুলে নিয়ে যাবে


No comments

Powered by Blogger.